স্বদেশ ডেস্ক:
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন সেনেকা পেরেরা নামের ওই আইনজীবী। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
যে সাত ব্যক্তির গ্রেপ্তার চাওয়া হয়েছে তারা হলেন— সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সংসদ সদস্য জনস্টোন ফার্নান্দো, সানজিওয়া এদিরিমান্নে, সানাথ নিশানাথ, মুরাতুয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ ডিআইজি দেশাবন্ধু টেন্নাকুন ও আইজিপি চান্দানা বিক্রমারত্নে।
আগামী ১৭মে কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাগে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদনটি নেওয়ার নির্দেশ দিয়েছেন।