শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দল ঘোষণা

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী ১ জুন কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি ফাইনালিসিমায় মুখোমুখি হবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ম্যাচটি খেলবে দুদল।

লিওনেল মেসিকে অধিনায়ক করে দলে প্রথমবার জায়গা পেয়েছেন ফিয়েনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসির। ইনজুরি থেকে সেরে ওঠার পর্যায়ে থাকা লিওনার্দো পারেদেসকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। এছাড়া চোট থাকলেও দলে রয়েছেন আর্জেন্টাইন রক্ষণভাগের অন্যতম সেরা অস্ত্র ক্রিস্টিয়ান রোমেরো।

একনজরে আর্জেন্টিনা স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেসে), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফিয়েনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেতিস), লিসান্দ্র মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেস (রিয়াল বেতিস), লিওনার্দো পারেদেস (পিএসজি), নিকোলাস দমিংগুয়েজ (বোলোগনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্তার (ব্রাইটন), রদ্রিগো দে পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এসিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্র পাপু গোমেস (সেভিয়া), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেস (রিভার প্লেট), লুকাস এলারিও (বায়ার লেভারকুসেন), লাওতারো মার্তিনেস (ইন্টার মিলান)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877