শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

করোনায় মৃতের সংখ্যা বেড়েছে, কমেছে আক্রান্ত

করোনায় মৃতের সংখ্যা বেড়েছে, কমেছে আক্রান্ত

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে, কমেছে আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৫ হাজার ৯৫৯ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৫৭৯ জন।

২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ১২৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৮২ হাজার ৩৫৬ জন।

অপরদিকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় লাখ ২০ হাজার ৯৩ জন। মোট সুস্থ মানুষের সংখ্যা ৪৭ কোটি ৪০ লাখ ১২ হাজার ২৩৬ জন।

এর আগে বুধবার আক্রান্ত হয়েছিলেন সাত লাখ ৬১৮ জন। মারা গিয়েছিলেন দুই হাজার ৭০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩১৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৫ হাজার ৭৬৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ১৩ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১৮১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৭৮৬ জন। ছয় লাখ ৬৪ হাজার ৫৬৪ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877