স্বদেশ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সংস্থাটির প্রধান প্রকৌশলীসহ পাঁচজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছেন।
বরখাস্ত কর্মকর্তারা হলেন বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, তিন প্রকৌশলী এবং একজন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (১৯৭৯) প্রবিধানের ৫৫ ধারা লঙ্ঘনের জন্য তাদের দায়ী করা হয়েছে, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে ১০ এপ্রিল বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ বিমানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর ফলে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বামদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র : ইউএনবি