স্বদেশ ডেস্ক: ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারেন বিখ্যাত খলিল বিরিয়ানির কর্ণধার মার্কিন প্রেসিডেন্ট আওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান নিউইয়র্কের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
গত ৯ই মে সোমবার খলিল বিরিয়ানিতে অনুষ্ঠিত সভায় খলিলুর রহমান বলেন আমার এতদূর আসা সম্ভব হয়েছে প্রবাসী বাংলাদেশী আর নিউইয়র্কের সাংবাদিকদের সহযোগীতার জন্য।কমিউনিটি এবং আপনারা সাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি জানান খলিল বিরিয়ানি খুব শ্রীঘ্রই ব্রঙ্কসের গন্ডি ছেড়ে জ্যামাইকায় যাবে সে জন্য জায়গা খোজা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ,সাপ্তাহিক ঠিকানার শহিদুল ইসলাম,জন্মভূমির সম্পাদক রতন তালুকদার,টাইম টিভির প্রধান আবু তাহের, সসয় টিভির হাসানুজ্জামান সাকি,সাংবাদিক শামীম আল আমিন,শাহাবুদ্দিন সাগর,প্রবাসের সম্পাদক,সাখাওয়াত হোসেন সেলিম,ইউএসবাংলা টুইন্টি ফোর সম্পাদক আব্দুল হামিদ,মো: তুষার সহ বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সবশেষে সাংবাদিকদের সম্মানে নৈশভোজেন আয়োজন করা হয়।