রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

বরিশালে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্বদেশ ডেস্ক:

বরিশালে শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল এবং জেলা কমিটির সদস্য আলহাজ নুরুল আমিন। এছাড়া জেলা কৃষক দলের আহবায়ক এইচএম মহসিন আলমসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877