স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন রোমান সানা। দেশ সেরা এই আর্চার উজবেকিস্তানের প্রতিযোগী আমির খান সাদিকভকে ৬-০ সেট পয়েন্টে হারান।
সোমবার ইরাকের সুলায়মানিয়াহয় এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্টে মুখোমুখি হন রোমান ও সাদিকভ।
এদিন প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ২৮-২৭ ব্যবধানে জেতেন রোমান। দ্বিতীয় সেটও এই তারকা হাড্ডাহাড্ডি লাড়াইয়ে ২৯-২৮ পয়েন্টে জিতে নেন। আর তৃতীয় সেটে ২৮-২৬ পয়েন্টে জিতে ফাইনালের টিকিট কাটেন।
আগামী বুধবার রোমান ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে খেলবে।
এর আগে রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ওঠে বাংলাদেশ।