রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

অবৈধ সম্পদের মামলায় সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

অবৈধ সম্পদের মামলায় সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

স্বদেশ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোঃ আসিফুজ্জামান এদিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন ও সম্রাটের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল।

সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি।

এ সময় সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী জামিন ও অভিযোগ গঠন শুনানির চেষ্টা করলেও বিচারক সম্রাটের উপস্থিতিতে আগামি ১৩ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

একই সঙ্গে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।

এ ছাড়া সম্রাটের জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877