রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

বনানীতে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দীন আহমদ

বনানীতে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দীন আহমদ

স্বদেশ ডেস্ক:

রাজধানীর বনানী কবরস্থানে আজ চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। রোববার বেলা ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, গতকাল শনিবার সাবেক এই রাষ্ট্রপতির গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে। সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হন সাহাবুদ্দীন আহমদ। সেখানে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে হেলিকপ্টারে করে মরদেহটি ঢাকায় নিয়ে আসা হয়।

শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877