বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভিডিও প্রকাশ পায়, যেখানে হোটেল থেকে অনেকেই বিভিন্ন জিনিস নিজের ব্যাগে ভরে নিয়ে যান। এই তালিকায় যদি উঠে আসে দীপিকার মতো তারকাদের নাম, তাহলে তো অবাক হওয়ারই কথা!
সেই দীপিকা পাডুকোন হোটেল থেকে শ্যাম্পুর বোতল চুরি করেছিলেন। এ তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ট বন্ধু স্নেহা রামচন্দর। সম্প্রতি তিনি চুরির এই তথ্য ফাঁস করেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।
স্নেহা বলেন, বন্ধুদের দেওয়ার জন্যই মূলত দীপিকা ওই শ্যাম্পুর বোতল হোটেল থেকে নিয়ে এসেছিলেন। সেই ছোট্ট শ্যাম্পুর বোতলগুলো হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জন্যই দেন। আর সেই বোতল যে কেউ নিতে পারেন। সেটাই করেছিলেন দীপিকা।
দীপিকা সম্পর্কে তার বন্ধু স্নেহা বলেন, দীপিকা এমন একজন বন্ধু, যার সঙ্গে নির্দিধায় মন খুলে মেশা যায়। যার উপস্থিতি তার জীবনে এক কাপ গরম চা কিংবা কোল্ড ড্রিংসের মতোই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, খুব শিগগির দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে।