বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে কামড়ে ডেঙ্গু চলে গেল বাংলাদেশে, ওপারে কামড়ে এপারে এল : মমতা

ভারতে কামড়ে ডেঙ্গু চলে গেল বাংলাদেশে, ওপারে কামড়ে এপারে এল : মমতা

স্বদেশ ডেস্ক: ডেঙ্গু নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় কামড়ে এপারে চলে এল মশা।’

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।

মমতা বলেন, ‘রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন, শরীরকে গরমে কষ্ট দেওয়াবি, বর্ষায় ভিজবে। কখনো সেই শরীরটা বেগ দেবে না। কখনো ডায়রিয়া হবে, কখনো কখনো পক্স হবে। মশা কামড়ালে ডেঙ্গু হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে অসম্ভব রকম ডেঙ্গু হচ্ছে। যেহেতু বাংলাদেশ আমাদের বর্ডার। বাংলাদেশ কিছু হলে বর্ডার দিয়ে আমাদের এখানে ঢোকে। যদিও এখানে ডেঙ্গু নিয়ে ধারাবাহিক বৈঠক হয়। তা সত্ত্বেও মনে রাখবেন জল-বায়ু যাতায়াত করে। ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় চলে গেল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সতর্ক থাকতে হবে। এবার বর্ষাটা হয়নি জুলাই মাসে। বর্ষাটা আগস্ট-সেপ্টেম্বরে হলে বন্যার প্রবণতা দেখা যায়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877