স্বদেশ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। এর আগে একই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর বাসিন্দা আকাশ, ময়মনসিংহের খাগডহরের বাসিন্দা মারুফ, মুক্তাগাছার লক্ষীখোলার মিম এবং মুজাটির বাসিন্দা হƒদয়। তারা ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ এলাকায় ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের কাজ করেন। মুক্তাগাছা থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম (তদন্ত) জানান, ‘ধর্ষণের শিকার একজন দশম শ্রেণি পড়ুয়া এবং আরেকজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী। দুইজনই জামালপুরের নরুন্দির বাসিন্দা।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ‘গত ২১ জুলাই দুপুরে দুই ছাত্রী অটোরিকশা যোগে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের পার্কে বেড়াতে আসেন। সেখানে পূর্ব পরিচিত আকাশ এবং মারুফ তাদের সঙ্গে দেখা করেন। রাত আটটার দিকে তারা মেয়ে দুটিকে মুক্তাগাছার কান্দিগাঁও এলাকায় চানু মিস্ত্রি নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে ওই দুইজনসহ অজ্ঞাত কয়েকজন তাদের রাত ১টা পর্যন্ত ধর্ষণ করেন। পরে তারা মেয়ে দুটিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের নবাব সিএনজি স্টেশনের কাছে ফেলে যায়।’ ‘এ ঘটনায় ২৩ জুলাই ধর্ষিত দুই তরুণীর বোন বাদি হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় আশুলিয়া, সাভার এবং ময়মনসিংহের ঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।’ মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ জানান, ‘গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুইজনকেও আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’