শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ফিরছেন রোনালদো……..

স্বদেশ ডেস্ক: ম্যানচেস্টার ইউনাটেড থেকে রেকর্ড গড়ে রিয়ালে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরের ইতিহাসতো কমবেশি সবারই জানা। রিয়ালে এসেই পরিপূর্ণ হয়েছেন তিনি। লা লিগা কে করেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতা মূলক লিগ। অবশ্য এর কৃতিত্ব একা রোনালদোর নয়, মেসির অবদান ও অনেক। মেসি ও রোনালদোর দ্বৈরথের কারণে জমেছে প্রতিটি সিজন। সেই রোনালদো গত সিজনে চলে গেছেন জুভেন্টাসে। পেশাদারি ফুটবলে অসাধারণ সফলতা পেয়ে বিশ্বব্যাপী তারকা খ্যাতি পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠলো মর্যাদাপূর্ণ ‘মার্কা লিজেন্ড’ পুরস্কার। মাদ্রিদের টেটরো রেইনা ভিক্টোরিয়াতে এক অনাড়ম্বর আয়োজনে পর্তুগিজ অধিনায়ককে পুরস্কারটি তুলে দেন স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কার ডিরেক্টর হুয়ান লাগনাসিও গায়ান্দো। এ সময় পুরো ভেন্যু জুড়ে ছিল জাতীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। এছাড়া ভক্তরাও তাদের আইডলকে দেখার জন্য ভিড় করেছিলেন।

পুরস্কার পেয়ে রোনালদো বলেন, ‘এই ট্রফিটি আমার মিউজিয়ামের সেরা জায়গাটিতেই স্থান পাবে। মাদ্রিদ আমার কাছে বিশেষ কিছু। আমি অনেক জায়গাই ভ্রমণ করেছি, তবে মাদ্রিদ সবথেকে আলাদা। মূলত রিয়াল মাদ্রিদে আমার সফলতার জন্যই এই পুরস্কারটি পেলাম।’ তিনি আরও বলেন, ‘এটি একটি স্প্যানিশ ট্রফি এবং এটা পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটা অর্জন করার পেছনে যারা সাহায্য করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য গর্বের এবং আমি আশা করি মাদ্রিদে খুব দ্রুতই ফিরবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877