স্বদেশ ডেস্ক: মোবাইল চুরির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ডাইনিং কর্মচারীকে গণধোলাই দিয়েছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ ঘটনায় আব্দুল মান্নান (২৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মাসুদ (২২) ও আকবর (৩২)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।