স্বদেশ ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরে শ্রেণি কার্যক্রমে অংশ নেয়ার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।
মঙ্গলবার এক টুইট বার্তায় হিজাব আন্দোলনের সাথে সংহতি জানান তিনি।
টুইট বার্তায় মালালা বলেন, ‘হিজাবসহ মেয়েদের স্কুলে যেতে বাধা দেয়া ভয়াবহ। নারী বেশি পোশাক পরবে বা কম পরবে, তা নিয়ে এখনো বিচার করা হচ্ছে। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের কোণঠাসার নীতি বন্ধ করতে হবে।’