মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!

স্বদেশ ডেস্ক:

লাল গোলাপ নয়, বাহারি কোনো ফুলও নয়। সাধারণত নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুলের বদলে বরের গাড়িজুড়ে হরেক রকম ফলের বাহার! ফল দিয়ে নিজের বিয়ের গাড়ি সাজিয়ে আলোচনায় এসেছেন জামালপুরের বাসিন্দা সৌরভ পাল।

জানা গেছে, বিয়েতে নতুন কিছু করতে হবে এমন চিন্তা থেকেই এই ভাবনাটা পান সৌরভ। গাড়িতে অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও এর সামনের অংশ সাজানো হয়েছে বাহারি ফলে। ছবিতে দেখা গেছে, বরের গাড়ি সেজেছে বেদানা, আঙুর, খেজুর ও চেরি ফল দিয়ে।

গাড়ি সাজানোর দায়িত্বে থাকা শিল্পী রবীন্দ্রনাথ পাল জানিয়েছেন, পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। ফল দিয়ে ইংরেজির ‘এস’ অক্ষর লেখা হয় গাড়ির ওপরে।

গাড়িটি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ পাল।

এদিকে, বিয়ের গাড়ি এভাবে সাজানো সচরাচর দেখা যায় না। তাই এটি দেখার জন্য ভিড় করেন আশেপাশের অনেকেই। এ ঘটনায় আমন্ত্রিতরাও মুগ্ধ। অনেকেই আবার বাহবা দেন সৌরভের নতুন ভাবনাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877