বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে উদ্বেগজনকহারে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে উদ্বেগজনকহারে

স্বদেশ ডেস্ক;

যুক্তরাষ্ট্রে গড়ে গত সাত দিনে করোনায় উদ্বেগজনকহারে লোক মারা যাচ্ছে। দেশটিতে বুধবার দুই হাজার ২৫৯ জন করোনায় মারা গেছেন। গত শীতে করোনার সংক্রমণ বাড়ার পর এটি সর্বোচ্চ।

ডেইলি মেইলের সাম্প্রতিক খবরে এ কথা বলা হয়েছে। তবে একই সময়ে দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭২৩ জনে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের উল্লেখ করে পত্রিকাটি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনো অনেক সময় লাগবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি।

করোনা সংক্রমণের কারণে দেশটির হাসপাতালগুলোতে এখনো সঙ্কট চলছে এবং মৃত্যুর হারও উদ্বেগজনক স্তরে রয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে।

এদিকে ব্রিটেনে ছড়িয়ে পড়া ওমিক্রনের একটি উপ-ধরণ আরো দ্রুত গতিতে লোকজনকে সংক্রমিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877