স্বদেশ ডেস্ক:
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে বুস্টার ডোজের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এক গবেষণায় এমন তথ্য দিয়েছেন।
এদিকে ওমিক্রন দাপটে বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফ্রান্সে সবশেষ একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্পেন, জার্মানি ও ইতালিতেও সংক্রমণ ছাড়িয়েছে দেড় লাখ। ভারতেও অব্যাহত আছে সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা।
করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এখননো চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি বুস্টারের কার্যক্রম নিয়ে একটি গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষণা শেষে তারা জানান, নতুন ধরন ওমিক্রন রোধে বুস্টার ডোজের বিকল্প নেই।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম। তৃতীয় এই ডোজ সর্বোচ্চ সুরক্ষার পাশাপাশি শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থাও উন্নত করতে সক্ষম।
এদিকে ওমিক্রনের দাপটে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপের দেশগুলোতে রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। গেল একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ইতালিতেও শনাক্ত হয়েছেন দেড় লাখের বেশি। স্পেন ও জার্মানিতেও সংক্রমণ ঠেকেছে দেড় লাখের কাছাকাছি। তবে যুক্তরাজ্যে সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৯৫ হাজারে।