মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

ট্রাফিক পুলিশকে কেন টাকা ছুড়লেন বিদেশি?

ট্রাফিক পুলিশকে কেন টাকা ছুড়লেন বিদেশি?

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে এক ট্রাফিক পুলিশ সদস্যের দিকে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কাজকে অসদাচরণ বলে মন্তব্য করছেন অনেকেই।

ওই ভিডিওতে দেখা যায়, চীনের ওই নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন ওই ট্রাফিক সার্জেন্টের দিকে। এ সময় ওই বিদেশিকে অশ্লীল ভাষায় কথা বলতেও শোনা যায়। চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়ি তার অফিসের।

রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ বলেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না, এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয়, সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক পুলিশের উদ্দেশে টাকা ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে, হঠাৎ ওই বিদেশি কেন এত রাগান্বিত হলেন এ বিষয়টিও দেখা হচ্ছে।’

এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877