স্বদেশ ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের একটি সরকারি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরায় শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। দু-একদিন নয়, কয়েক সপ্তাহ পার হলেও তারা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারছে না। গতকাল এ খবর জানিয়েছে আল জাজিরা।
যে কয়েকজন ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজনের নাম এএইচ আলমাস। বয়স ১৮। সরকারি প্রতিষ্ঠানে এমন বৈষম্যের শিকার হয়েছেন আলমাসসহ তার দুই বন্ধুও। সংবাদমাধ্যমকে আলমাস জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরের কোনো এক সকালে। শ্রেণিকক্ষ থেকে তাদের ‘গেট আউট’ বলে বের করে দেন শিক্ষক। আল জাজিরাকে আলমাস বলেন, আমরা যখন শ্রেণিকক্ষের দরোজায় পৌঁছাই, শিক্ষক জানান আমরা হিজাব নিয়ে ক্লাসে প্রবেশ করতে পারব না। এমনকি শিক্ষক হিজাব খুলে ফেলার নির্দেশ দেন। এ অবস্থায় জোরপূর্বক তাদের শ্রেণিকক্ষের বাইরে বসিয়ে রাখা হয়।
স্কুল কর্তৃপক্ষ বলছে, হিজাব এই কলেজের ‘ইউনিফর্মের’ অংশ নয়। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, হিজাব তাদের বিশ^াসের অংশ। এ নিয়ে স্থানীয় এক আইনজীবী রাজ্য সরকারের কাছে নালিশ করেছে যে, শিক্ষকরা ছাত্রীদের ‘হেনস্থা’ করছেন। এ নিয়ে তদন্তও চলছে।