স্বদেশ ডেস্ক:
লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১১৫ জন নিখোঁজ রয়েছে।
আইয়ুব কাশেম নামে দেশটির নৌবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নৌকাডুবির ঘটনায় ১৩৪ জনকে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ২৫০ জন যাত্রী ছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)প্রধান ফিলিপো গ্রান্ডি এক টুইট বার্তায় বলেন, ‘এই বছরে ভূমধ্যসাগরের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল। লিবিয়া উপকূল দিয়ে ইউরোপে অবৈধ যাত্রার এই পথ বন্ধ করতে হবে, নিরাপদ এবং বৈধ যাত্রাপথের দিকে এখনই নজর দিতে হবে। কেননা আমরা এরই মধ্যে অনেকে হারিয়ে ফেলেছি।’
ইউএনএইচসিআর’র দেওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ডুবে যাওয়ার নৌকার বেশির ভাগই ছিলেন উত্তর-পূর্ব আফ্রিকার বাসিন্দা। বাকিরা আফ্রিকার অন্য অঞ্চল এবং আরবদেশগুলোর বাসিন্দা। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করার পরই নৌযানটি ডুবে যায়।