মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে আরো এক ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজারে আরো এক ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আরো এক সদস্য প্রার্থী সোমবার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাতে পিএমখালী ইউনিয়নের তুতকখালী এলাকার বটতলী স্টেশনের একটি চা দোকানের বাইরে ১০ থেকে ১২ জন লোক নিয়ে নির্বাচনী আলাপ করছিলেন রেজাউর। এ সময়ে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে অতর্কিতভাবে তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী এ বিষয়ে প্রতিপক্ষ প্রার্থীকে দায়ী করলেও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877