রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

আফগানিস্তানে টিএপিআই পাইপলাইন প্রকল্পের কাজ শুরু

আফগানিস্তানে টিএপিআই পাইপলাইন প্রকল্পের কাজ শুরু

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত টিএপিআই গ্যাস সরবরাহের পাইপলাইন প্রকল্পে আফগানিস্তানের অংশের কাজ শিগগিরই আবার শুরু হচ্ছে।

রোববার কাবুলে তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এর আগে শনিবার দুই দিনের সফরে কাবুলে আসেন তুর্কমেন পররাষ্ট্রমন্ত্রী।

মুত্তাকি জানান, তুর্কমেন পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক বন্ধন জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিএপিআই, রেল সংযোগ ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে শুরু হওয়া প্রকল্পগুলো জোরদার করার বিষয়ে আমরা আলোচনা করেছি।’

এর আগে ২০১৬ সালে টিএপিআই প্রকল্পের কাজ শুরু হয়।

তুর্কমেনিস্তানের গালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে পাকিস্তান সীমান্তের ভারতীয় শহর ফাজলিকা পর্যন্ত মোট এক হাজার আট শ’ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন তৈরি করা হচ্ছে। এই পাইপলাইন দিয়ে বছরে তিন হাজার তিন শ’ কোটি গ্যাস সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র : তোলো নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877