রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

আজ ডিবি মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে

আজ ডিবি মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে

স্বদেশ ডেস্ক:

প্রতারক কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরকে আজ মঙ্গলবার ফের ডেকেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত রবিবার ডাকা হলেও তিনি তার ছেলে আইনজীবী জুবি মুসাকে ডিবি কার্যালয়ে পাঠান।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ আমাদের সময়কে বলেন, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদেরকে ২০ কোটি টাকার একটি চেক দিয়েছিলেন মুসা বিন শমসের। আবার মুসাকে ৮ কোটি টাকার চেক দিয়েছিলেন কাদের। দুজনের মধ্যে কিসের লেনদেন- আমরা জানার চেষ্টা করছি। এ জন্য মুসা বিন শমসেরকে ডাকা হয়েছে।

এদিকে গ্রেপ্তার আব্দুর কাদেরের বিরুদ্ধে প্রতারণার শতাধিক অভিযোগ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে প্রতারণার শিকার পাঁচজন মামলা করেছেন। পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেছে। আজ অস্ত্র মামলায় তার রিমান্ড শেষ হলে প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।

জানা গেছে, প্রতারক কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের ব্যবসায়িক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলেও জুবি মুসা যথাযথ উত্তর দিতে পারেননি। তাই মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। মুসা বিন শমসের ছাড়াও আব্দুল কাদের প্রতারণার সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম বলেছেন।

ডিবির গুলশান বিভাগের সহকারী কমিশনার খলিলুর রহমান বলেন, রিমান্ডে থাকা আব্দুল কাদেরের বিরুদ্ধে অসংখ্য মানুষ অভিযোগ করেছেন। তাকে গ্রেপ্তারের খবর প্রকাশের পর প্রতিদিন অভিযোগ আসছে। অভিযোগের সংখ্যা এতই বেশি যে আমরা সবাইকে সময় দিতে পারছি না।

এর আগে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেছিলেন, প্রতারক কাদেরের কাছ থেকে মুসা বিন শমসেরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ কিছু নথি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসেরের ছেলে কিছু তথ্য দিয়েছেন। তা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ, বিভিন্ন প্রকল্পে কাজ বাগানো ও চাকরি দেওয়ার নাম করে আব্দুল কাদের কোটি কোটি টাকা কামিয়েছেন। দশম শ্রেণিতে লেখাপড়ায় ইতি টানা কাদের পরিচয় দিতেন অতিরিক্ত সচিব হিসেবে। মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ড্যাটকোর আইনি পরামর্শক হিসেবেও তার পরিচিতি ছিল।

গত বৃহস্পতিবার রাতে গুলশান ১-এ জব্বার টাওয়ার থেকে সততা প্রপার্টিজের এমডি আব্দুল কাদের, চেয়ারম্যান শারমিন আক্তার ছোঁয়াসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ওয়াকিটকিসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877