স্পোর্টস ডেস্ক:
ইংরেজ অধিনায়ক ইওয়িন মর্গ্যান বেশ অস্বস্তিতে পড়েছেন। বিশ্বকাপ ফাইনালের পর থেকে। ফাইনালে বেশি বাউন্ডারি মারার ভিত্তিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ম্যাচ ছিল টাই। সুপার ওভারও হয় টাই। তারপর চারদিকে সমালোচনা শুরু হয়েছে। ইংরেজ অধিনায়ক বলেছেন, ‘দু’দলের মধ্যে পার্থক্য খুব কম ছিল। তাই এই ফলাফল অনেকে মানতে পারছেন না। এটাও মানা যায় না যে একটা মুহূর্তই ম্যাচের রঙ বদলে দিয়েছে। খেলায় যথেষ্ট ভারসাম্য ছিল। কেউ একবারও বলছে না যোগ্য দল হিসেবেই আমরা কাপ জিতেছি।’
বেশি বাউন্ডারি মারার ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এভাবে জয়ী বেছে নেয়ায় আইসিসির সমালোচনা চলছে। বিশ্বকাপ ফাইনালের এই বিতর্ক মর্গ্যানকেও যথেষ্ট অস্বস্তিতে রেখেছে। তিনি বলেছেন, ‘গোটা বিষয়টি সামনে থেকেই দেখেছি। কী হয়েছে তা জানি। কিন্তু এটা বলতে পারব না কোথায় ম্যাচের রঙ বদলে গেল। এটাও জানি না জয়ের পর ঠিত কতটা আনন্দ করা উচিত। তবে হারের পর কষ্ট হয় ভীষণ। তাই কোনও বিশেষ মুহূর্তের কথা বলা সম্ভব নয়। তবে এটুকু বলব যোগ্য দল হিসেবেই আমরা জিতেছি। একটা ঘটনা হয়ত ঘটেছে। যা নিয়ে চলছে আলোচনা।’
তবে এটাই যে বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল ম্যাচ তা নিয়ে দ্বিমত নেই ইংল্যান্ড অধিনায়কের। তিনি বলে গেলেন, ‘এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ আগে খেলিনি। দেখিওনি। আমি তো বলব এটাই সেরা ফাইনাল।’