বিনোদন ডেস্ক:
জীবনে প্রথম কক্সবাজার আসা- তাও হানিমুনে। ভিন্ন এক অনুভূতি কাজ করছে নাঈমের মাঝে। কিন্তু কেন যেন তার আবেগ, ভালোবাসা, ইচ্ছে কোনোটাই সে মেঘলাকে বলতে পারে না। বৃষ্টির মধ্যে সমুদ্রের ঢেউয়ের মাঝে নিজের আবেগের বহিঃপ্রকাশ করবার তার চেষ্টা।
মেঘলা কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়, যা নাঈমের সামনে তাকে বিব্রত করে ফেলে। ছোট ছোট ভালোলাগা আর অভিমানে ঘেরা সম্পর্ক নতুন এক মোড় নিতে থাকে। ‘অনুভূতি’ নামের এমনই এক গল্পের নাটকে সদ্য বিবাহিত দম্পতির ভূমিকায় দেখা যাবে নাঈম ও সারিকাকে।
তানিন রহমানের রচনা ও মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় যে কোনো এক টিভি চ্যানেলে। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে এটির শুটিং শেষ হয়েছে।
এর মাধ্যমে দীর্ঘদিন পর নাঈম ও সারিকাকে পর্দায় দেখতে পাবেন দর্শক। দীর্ঘদিন পর ফিরে ঈদের বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন সারিকা।
উচ্ছ্বসিত সারিকা বলেন, ‘দীর্ঘদিন পর কাজ ফিরলাম। নতুন এই নাটকটির গল্পই প্রাণ। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।’ নাঈম বলেন, ‘চিরচেনা গল্প হলেও এতে কিছু ইমোশনাল বিষয় রয়েছে। যেগুলো দর্শকরা নতুনভাবে দেখতে পারবেন। নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস।’
এফ এম রিমন এন্টারটেনমেন্টের প্রযোজনায় নাটকটিতে নাঈম-সারিকা ছাড়াও অভিনয় করেছেন বাশার বাপ্পীসহ অন্যরা।