সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

‘চোখের সামনে চারজনকে খুন, ওকে বোঝাতেই পারছি না এখানে তালেবান নেই’

‘চোখের সামনে চারজনকে খুন, ওকে বোঝাতেই পারছি না এখানে তালেবান নেই’

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তান তালেবানের হাতে চলে যাওয়ার পর সবই হারিয়েছেন তিনি। বাড়ি, দোকান সব লুট করেছে তালেবান। মাত্র ৬০ হাজার টাকা আর স্ত্রী-সন্তানদের নিয়ে কোনো মতে দেশ ছেড়ে ভারতে এসেছেন আফগান নাগরিক মহম্মদ খান (৩২)। তার কন্যা সন্তানের চোখের সামনে চারজনকে হত্যা করেছে তালেবান। ঘুমের মধ্যে সে ডুকরে কেঁদে উঠছে, এখনো ভয় করছে তার, যদি ফের তালেবান আসে!

প্রথমে দিল্লি, সেখান থেকে হাওড়ার এক বন্ধুর বাড়িতে জায়গা করে নিয়েছেন আফগান মোহাম্মদ খান। শূন্য থেকে শুরু করতে হবে সবই, অনেক লড়াই সামনে, তবু তালেবানি শাসন থেকে মুক্তি একটু হলেও আশা জুগিয়েছে তাকে।

তিনি বলছেন, ‘আমার মেয়ে এখনো আতঙ্কের মধ্যে রয়েছে। ওর চোখের সামনে চারজনকে হত্যা করেছে তালেবান। রাতে একা একা কাঁদছে, ওকে ঘুম পাড়াতে পারছি না। বোঝাতে পারছি না, এটা ভারত, এখানে তালেবান নেই।’

মহম্মদের মা-বাবা এখনো আটকে আছে আফগানিস্তানে। তাদের ভারতে আনতে এখন দিনরাত চেষ্টা করে চলেছেন তিনি। ইতিমধ্যে একাধিকবার আফগানিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন, ‘বৃহস্পতিবার আরও একটি বিমান ভারতে আসবে। আমি আশা করছি, সেখানে তাদের স্থান হবে। আমার ভাই, মা-বাবা, সকলেই বিপদে। আমি ভারতীয় দূতাবাসকে অনুরোধ করছি, তাদের যেন উদ্ধার করা হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877