স্বদেশ ডেস্ক:
২০২০ সালের ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’-এর আসর বসছে আগামী ৩১ অক্টোবর। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড আসরটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনেক আগেই সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জুরি বোর্ড। তাদের বিচারে বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের মাঝে এ পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও কণ্ঠশিল্পী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশে এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক লেখক ও চলচ্চিত্র নির্মাতা রফিকুল ইসলাম বুলবুল।
২০১৬ সালের পর থেকে প্রধান উদ্যোক্তা হিসেবে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ উপলক্ষে তারকাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।