স্বদেশ ডেস্ক;
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। সম্প্রতি শেষ করেছেন ‘আজ একটি বিশেষ দিন’ সিনেমার শুটিং। ব্যস্ত আছেন নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের কাজে। ‘আজ একটি বিশেষ দিন’ সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ছবির গল্পটি একেবারে আলাদা। এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। আমি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করি। সেই ভাবনা থেকেই এতে অভিনয় করেছি। ছবিতে প্রথমে একজন উচ্ছল তরুণী, পরবর্তী সময়ে নানা ক্রাইসিসের সঙ্গে লড়ে যাওয়া অন্য রকম এক নারীর চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। মাসুমা তানি পরিচালনায় এতে আমার বিপরীতে আছেন খালিদ মাহবুব তূর্য।’
‘মানিকের লাল কাঁকড়া’র কাজ কতদূর? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ছবির কাজ প্রায় শেষ। এটি পরিচালনা করছেন আফজাল হোসেন। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস “মানিকের লাল কাঁকড়া” অবলম্বনে একই নামে ছবিটি নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।’
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের কথা বলেছিলেন। সেটির কী খবর? উত্তরে সোহানা সাবা বলেন, ‘পরিকল্পনা চলছে। একটি ছবি বানানোর আগে অনেক কিছু চিন্তা-ভাবনা করতে হয়। তার মধ্যে আবার করোনার সময়। করোনা সংক্রমণ না থাকলে, হয়তো এতদিনে ছবির কাজ শেষ হয়ে যেত। পরিবেশ একটু অনুকূলে এলে কাজ শুরু করব। নারীপ্রধান গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। এটি প্রযোজনার পাশাপাশি আমি অভিনয়ও করব। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে।’