বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কনে তাসনুভা তাবাসসুম হৃদি। থাকেন ঢাকার মগবাজারে। গত ৭ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ে আয়োজন সম্পন্ন হয়।
নিলয় জানান, গত বছর লকডাউনের সময় অনলাইনে হৃদির সঙ্গে তার পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। আর চলতি বছরের লকডাউনে সেই প্রেমকে পরিণতি দেন তারা।
নিলয়ের ভাষ্য, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই আমাদের বাসাতে আছি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’
তিনি আরও জানান, তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা।
বিয়ে অনুষ্ঠানের আগে সম্ভব হলে দেশের বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান এই নবদম্পতি।
এদিকে, গতকাল রাতেই নিলয় তার ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করে খুব রোমান্টিক মুডে আছি, কেউ বাজে কিছু লিখবেন না।’
তার এমন স্ট্যাটাসের পরও আটকানো যায়নি নেটিজেনদের নেতিবাচক মন্তব্য। তবে বেশির ভাগ ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।