স্বদেশ ডেস্ক; তুরস্কে পৃথক দুটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ইজমির প্রদেশের কেমালপাসা জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে আটজন নিহত এবং ১১ জন আহত হন।
ইজমির প্রদেশের গভর্নর ইয়াভুজ সেলিম এক টুইটবার্তায় এ দুর্ঘটনার কথা জানান। খবর আনাদোলুর। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান গভর্নর। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বালিকেসির প্রদেশে।রোববার ভোরে একটি বাস কৃষ্ণ সাগরের পাশে জংগুলদার প্রদেশ থেকে আসার সময় দুর্ঘটনায় পড়ে ১৫ যাত্রী নিহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় আরও ১৭ জন যাত্রী আহত হয়েছেন।