সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

করোনার বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

This handout picture made available by the World Health Organization (WHO) shows WHO Director-General Tedros Adhanom Ghebreyesus delivering remarks following the speech of US President's chief medical adviser during a World Health Organization (WHO) executive board meeting on January 21, 2021 in Geneva. - In a dramatic about-turn, the new US administration on January 21, 2021 thanked the World Health Organization for leading the global pandemic response and vowed to remain a member. "The United States also intends to fulfil its financial obligations to the organisation," top US scientist Anthony Fauci, who has been named President Joe Biden's chief medical adviser, told a meeting of the WHO's executive board. (Photo by Christopher Black / World Health Organization / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ CHRIS BLACK/ WORLD HEALTH ORGANIZATION" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

স্বদেশ ডেস্ক;

যেসব দেশ তার নাগরিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবছে, তাদের অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই বুস্টার ডোজের কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের ব্যবধান কমিয়ে আনতেই বুস্টার ডোজের প্রয়োগ বন্ধ রাখার তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাবরিয়েসুস । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে এই সময়ের মধ্যে যেসব দেশ টিকা পায়নি, তার প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। ডব্লিউএইচওর তথ্যমতে, উন্নত দেশগুলোতে টিকাদানের হারে অনেক বেশি হলেও নিম্ন আয়ের দেশগুলোতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দেড়জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। টিকা সরবরাহে ঘাটতি থাকায় দেশগুলো টিকা দিতে পারছে না।

টিকা সরবরাহের পরিস্থিতি বিপরীতমুখী হওয়া উচিত- এমনটাই বলছেন ডব্লিউএইচও প্রধান। টিকার বেশির ভাগ এখন নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ করা উচিত বলেও মনে করছেন তিনি। তেদ্রোস বলেন, করোনার ডেল্টা ধরন থেকে নিজের দেশের জনগণকে বাঁচাতে সব সরকারের উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই কারণে তারা টিকার বৈশ্বিক সরবরাহের অধিকাংশই ব্যবহার করবে, এটা মেনে নেওয়া যায় না।

টিকাদানের ক্ষেত্রে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য বুস্টার ডোজ বন্ধের এই আহ্বান ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। জাতিসংঘের এই সংস্থাটি আগামী মাসের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু টিকাদানের বর্তমান যে অবস্থা তাতে ওই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কাই বেশি।

গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলোর প্রতি তেদরোসের আহ্বান এটাই প্রথম নয়। গত মে মাসে তিনি শিশু ও কিশোর–কিশোরীদের টিকা না দিয়ে, সেগুলো গরিব দেশগুলোতে সরবারাহ করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মতভেদ রয়েছে। তারপরও বেশ কয়েকটি দেশ অতিরিক্ত এই ডোজ প্রয়োগ ইতোমধ্যে শুরু করেছে কিংবা অচিরেই শুরু করতে যাচ্ছে।

ইতিমধ্যে ইসরায়েলে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। জার্মানি গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, নাগরিকদের মডার্না ও ফাইজার টিকার তৃতীয় ডোজ শিগগিরই দেওয়া শুরু করবে তারা। আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে ঝুঁকিপূর্ণ কয়েক লাখ মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার।

যদিও,যুক্তরাষ্ট্র এখনো জনসমক্ষে বুস্টার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানায়নি। তবে হোয়াইট হাউস গতকাল বুধবার বলেছে, যুক্তরাষ্ট্রের সব নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়ার পাশাপাশি বিদেশে সরবরাহ করার মতো পর্যাপ্ত টিকা তাদের রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877