স্পোর্টস ডেস্ক:
টোকিও অলিম্পিকের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে শুরু করার পর মিশরের বিপক্ষে কষ্টাজিত জয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা তো ছিলই বটে। এবার সেটাও সত্যি হলো। স্পেনে সঙ্গে ড্র করেও বিদায় নিশ্চিত হয়েছে দু’বারের স্বর্ণজয়ীদের। কেননা অস্ট্রেলিয়াকে হারিয়ে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে কোয়াটারে উঠেছে মিশর।
আজ বুধবার সি-গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্পেন-আর্জেন্টিনা। অপর ম্যাচে ২-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মিশর।
প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করা স্পেন অবশ্য অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছিলো। এবার আর্জেন্টিনার সঙ্গে ড্র করায় পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর আর্জেন্টিনার সঙ্গে হারলেও স্পেনের সঙ্গে ড্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়াটারে মিশর। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে মিশরের থেকে পিছিয়ে বাদ পড়ে আলবিসেলেস্তারা।
আগামী শনিবার দুপুর ২টায় কোয়ার্টার ফাইনালে স্পেন নামবে ডি গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টের বিপক্ষে। একই দিন বিকাল ৪টায় ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।