স্পোর্টস ডেস্ক:
হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম আঘাতটি হানলেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফিরে গেছেন মারুমানি। লেগ বিফোর হন তিনি। জিম্বাবুয়ের বর্তমান স্কোর ১ উইকেট ৩৮ রান। ১০ম ওভারে খেলা চলছে এখন।
মঙ্গলবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছেন তামিম ইকবাল। আর টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মানে দ্বিতীয় ওয়ানডের মতো আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াডে দুটি পরিবর্তন। চোটে পড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান। অন্য দিকে আগের ম্যাচে চার উইকেট নেয়া তরুণ পেসার শরিফুল বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।