শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে ও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালটির করোনা ইউনিটে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মহিউদ্দিন খান মুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা: মুন বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাংমা (৮৩), ভালুকার সাগর (২৫), মোকসেদুল ইসলাম (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আক্কাস আলি (৬৫), কেন্দুয়ায় সালেহা খাতুন (৭০), জামালপুর সদরের হেরালাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।

তিনি জানান, একই সময়ে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে ময়মনসিংহ সদরের নওশের আলি (৯০), শহিদুল ইসলাম (৬০), সালমা আক্তার (২০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলি (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), সখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), গাজীপুরের দিপক সরকার (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলি (৬৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), নেত্রকোনা সদরের রিয়াসুল হকের (৫৫)।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আরো জানান, বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ জন।

এদিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪২টি নমুনা পরীক্ষায় ২০১ জনের শরীরে করোনা বা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ ভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877