রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

সেমিতে মেসিরা, ফাইনালে কি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?

সেমিতে মেসিরা, ফাইনালে কি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?

স্বদেশ ডেস্ক:

না, তিনি হারিয়ে যাননি। তিনি শুধু ক্লাবের জার্সিতেই নয়, দেশের হয়েও নিজের পুরোটা উজার করে দেন। বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিতে এখনো নিখুঁত ফ্রি-কিক থেকে গোল উপহার দিতে পারেন। আর রোববার সকালে ফুটবলবিশ্ব আরো একবার সেই মেসি ম্যাজিকেরই সাক্ষী রইল। যিনি একটি গোল করলেন এবং একটি করালেন। আর সেই সাথে কোপার শেষ চারের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

শেষ আটে চিলিকে মাটি ধরিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছেছে ব্রাজিল। আর এদিন ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানিয়ে চাপে রাখছিলেন মেসি, ডি মারিয়ারা। প্রথমার্ধেই খোলে গোলমুখ। রডরিগো ডি পল গোল করে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। এরপর ইকুয়েডর রক্ষণভাগ আঁটসাট করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ৮৪ মিনিটে এলএম টেনের ক্রস থেকে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন লোতারো মার্টিনেজ। আর ম্যাচের ইনজুরি টাইমে আরও একবার মেসির নিখুঁত ফ্রি-কিকের সাক্ষী থাকেন দর্শকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877