রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

বকেয়া বেতন চাইতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

বকেয়া বেতন চাইতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

‍স্বদেশ ডেস্ক:

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের সামনে মহাসড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জেসমিন বেগম নামের এক শ্রমিক দৌড়ে পালাতে গিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি গোল্ডটেক্স গার্মেন্টসের জুনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

আজ রোববার সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের ‘লেনী ফ্যাশন’ নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। তারা এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস চার্জের পাওনাদি পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন এবং কিছু যানবাহনে ঢিল ছোড়েন।

শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারিতে ডিইপিজেডের পুরাতন জোনের লেনী ফ্যাশন কারখানাটি করোনার প্রভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। আজ কারখানাটির এক মাসের বকেয়া বেতন ও সার্ভিজ চার্জের পাওনাদির দাবিতে শ্রমিকরা কারখানার সামনে গেলে কোনো সাড়া না পেয়ে বিক্ষোভ শুরু করে এবং মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে কর্তৃপক্ষ ও পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণ করে।

ডিইপিজেড এর জিএম আবদুস সোবহান জানান, ওই কারখানার শ্রমিকরা কোনো এক ফেইসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবর জানতে পারে যে, তাদের আজ বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা কারখানার সামনে জমায়েত হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয়, কারখানা কতৃপক্ষ কোনো মেসেজ দেয়নি। তারা ভুল খবর পেয়েছেন। তাদের পাওনাদি পরিশোধ করা হবে যত দ্রুত সম্ভব। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পরিচালক পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এদিকে বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফ জানান, শ্রমিক বিক্ষোভের সময় যানজটে আটকা পড়া বিকেএসপির দুটি গাড়িতে ঢিল ছুড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকেএসপিতে খেলা চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877