স্বদেশ ডেস্ক:
আশঙ্কা, শঙ্কা সব কিছু কাটিয়ে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। আজ রোববার রাত ৩টায় স্তাদিও নাসিওনালে ব্রাজিল-ভেনিজুয়েলার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসরটি। গতবারের চ্যাম্পিয়ন নেইমাররা এবারও শিরোপা ধরে রাখতে লড়বে।
লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজদের মতো বড় বড় তারকা ফুটবলাররা দেশের হয়ে এই টুর্নামেন্টে খেলে থাকেন। যার কারণে দর্শকদের মাঝে টুর্নামেন্ট ঘিরে থাকে বাড়তি উন্মাদনা। আসরের সবকয়টি ম্যাচে টিভি স্বত্ত্ব পেয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক। সনি টেন টুতে দেখা যাবে এবারের কোপা আমেরিকা। এছাড়াও বাংলা ধারাভাষ্য পাওয়া যাবে সনি সিক্স এসডি ও এইচডি চ্যানেলে।
কোপা আমেরিকার সময়সূচি
তারিখ সময় ম্যাচ
১৪/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: ব্রাজিল-ভেনেজুয়েলা
১৪/০৬/২১ ভোর ৬টা গ্রুপ এ: কলম্বিয়া-একুয়েডর
১৫/০৬/২১ ভোর ৩টা গ্রুপ বি: আর্জেন্টিনা-চিলি
১৫/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: প্যারাগুয়ে-বলিভিয়া
১৮/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: কলম্বিয়া-ভেনেজুয়েলা
১৮/০৬/২ ভোর ৬টা গ্রুপ এ: ব্রাজিল-পেরু
১৯/০৬/২১ ভোর ৩টা গ্রুপ বি: চিলি-বলিভিয়া
১৯/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: আর্জেন্টিনা-উরুগুয়ে
২১/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: ভেনেজুয়েলা-একুয়েডর
২১/০৬/২১ ভোর ৬টা গ্রুপ এ: কলম্বিয়া-পেরু
২২/০৬/২১ ভোর ৩টা গ্রুপ বি: উরুগুয়ে-চিলি
২২/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: আর্জেন্টিনা-প্যারাগুয়ে
২৪/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: একুয়েডর-পেরু
২৪/০৬/২১ ভোর ৬টা গ্রুপ এ: ব্রাজিল-কলম্বিয়া
২৫/০৬/২১ ভোর ৩টা গ্রুপ বি: বলিভিয়া-উরুগুয়ে
২৫/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: চিলি-প্যারাগুয়ে
২৮/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: ব্রাজিল-একুয়েডর
২৮/০৬/২১ ভোর ৩টা গ্রুপ এ: ভেনেজুয়েলা-পেরু
২৯/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: উরুগুয়ে-প্যারাগুয়ে
২৯/০৬/২১ ভোর ৬টা গ্রুপ বি: বলিভিয়া-আর্জেন্টিনা
কোয়ার্টার-ফাইনাল
০৩/০৭/২১ ভোর ৩টা বি২-এ৩
০৩/০৭/২১ ভোর ৬টা বি১-এ৪
০৪/০৭/২১ ভোর ৪টা এ২-বি৩
০৪/০৭/২১ সকাল ৭টা এ১-বি৪
সেমিফাইনাল
০৬/০৭/২১ ভোর ৫টা কো.ফা ১-কো.ফা. ২
০৭/০৭/২১ সকাল ৭টা কো. ফা. ৩-কো. ফা. ৪
তৃতীয় স্থান
১০/০৭/২১ ভোর ৬টা সেমিফাইনালে পরাজিত দুই দল
ফাইনাল
১১/০৭/২১ ভোর ৬টা সেমিফাইনালে জয়ী দুই দল