স্বদেশ ডেস্ক:
মালির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে পদত্যাগ করেছেন। সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার দুদিনের মাথায় পদত্যাগ করলেন তারা। গতকাল বুধবার দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্টের এক সহযোগীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
আলজাজিরা জানায়, গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটার নেতৃত্বে সেনা সদস্যরা মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে আটক করে। পরে তাদেরকে দেশটির রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। মন্ত্রিসভায় রদবদল এবং সেখান থেকে দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে তাদের আটক করা হয়েছিল।
গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্সের কাছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটার সহযোগী বাবা চিসসে’র বক্তব্য পাঠায় সামরিক বাহিনী। বক্তব্যে বলা হয়, ‘প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের ব্যাপারে আলোচনা চলছে।’
সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকটের সূচনা হয়। এক পর্যায়ে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে। উল্লেখ্য, গত আগস্ট মাসে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয় এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সেসময় ক্ষমতাচ্যুত করা হয়।