স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির স্যান হোসে রেল ইয়ার্ডে চালানো এ হামলায় আরও অনেকে আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভ্যালি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। খবর এবিসি নিউজের।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে হামলাকারীর পরিচয় জানানো হয়নি। কী কারণে এ হামলা হয়েছে, সে সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। শেরিফ কার্যালয়ের মুখপাত্র রাসেল ডেভিস জানান, হামলাকারী ওই রেলইয়ার্ডেই কর্মরত ছিল। জানা গেছে, হামলা চালানোর আগে হামলাকারী তার নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর সময় বাড়ির ভেতর কাউকে দেখতে পায়নি।
হামলা ও প্রাণহানির বিষয়ে সান হোসের মেয়র লিকার্ডো জানান, এখন আর কোনো হুমকি নেই এবং রেলইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ প্রতিটি মেয়রের জন্যই এ এক দুঃস্বপ্ন।’