স্বদেশ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকা-ের পর দলটির চেয়ারপারসন খালেদা জিয়া লাভবান হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। ১৩ জুলাই ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যু কারণে দেশে দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, আর বিএনপির মতো একটি দলের চেয়াপারসনের পদ পেয়েছেন। জিয়াউর রহমানের হত্যাকা-ের কারণে সবচাইতে বেনিফিসিয়ারি খালেদা জিয়া।
জিয়া হত্যারহস্য উদ্ঘাটনের ওপর জোর দিয়ে তিনি বলেন, জিয়ার হত্যাকা-ের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতারা জড়িত কি না, সেটি খুঁজে বের করা দরকার। জিয়াউর রহমানের মৃত্যুর পর আপনার দুইবার ক্ষমতায় ছিলেন, মামলা করলেন না কেন? মামলাটা চালালেন না কেন? এই রহস্যটা খুঁজে বের করা দরকার। জিয়ার সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করেছে। ছুটিতে থাকা সেনাবাহিনীর অফিসারকে ধরে এনে ফাঁসি দেওয়া হলো। সে জানল না, কী কারণে তাকে ফাঁসি হলো।
জাতির পিতা হত্যাকা-েও জিয়ার যোগসাজশের অভিযোগ তুলে হাছান মাহমুদ বলেন, আমি মনে করি, জিয়াউর রহমান ৭৫ এর ১৫ আগস্ট হত্যাকা-ে ওতপ্রোতভাবে জড়িত। একটি কমিশন গঠন করে যারা ১৫ অগাস্ট হত্যাকা-ের ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের বিচার করা প্রয়োজন। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একজন নেতা খুঁজে পেলেন না, তাই তারা একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলার দ-প্রাপ্ত আসামি এবং দুর্নীতি মামলার আসামি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন। তিনি সাত সমুদ্র তের নদীর পাড়ে বসে নানা কথা বলেন। রাজনীতি করতে হলে সাহস থাকতে হয়। রাজনীতি করলে হলে বুলেটের সামনে দাঁড়াতে হয়। যে রাজনীতিবিদ দলের নেতৃত্ব দিতে পারে না, সে রাজনীতিবিদ সঠিক রাজনীতিবিদ নয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনকামরুল ইসলাম, শামসুল হক টুকু, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।