মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে।নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
পথে কোনও বাধার সামনে পড়তে পারেন। অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
বছরের শুরুটা মিথুন রাশির জাতকদের ভালো-মন্দ মিশিয়ে কাটবে। আপনার সাফল্যের গোপন কথা কাউকে বলে দেবেন না। নতুন কাজ ও পরিকল্পনায় সাফল্য পাবেন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
দুঃস্থ কাউকে সাহায্য করতে হবে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য পাবেন।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
স্ত্রীর জন্য ভাল খবর পাবেন।জমি ক্রয়বিক্রয়ের জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। পেটের সমস্যার জন্য অফিসে সমস্যা।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
অর্থ ভাগ্য মধ্যম থাকবে।খারাপ লোকের সঙ্গে থাকার জন্য ক্ষতি হতে পারে। কাজের জায়গায় জটিলতা কেটে যাবে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান থাকুন। কর্মস্থানে নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে। পড়াশোনায় চাপ বাড়তে পারে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিবাদের আশঙ্কা। অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হতে পারে।