স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ‘বৈরী নীতি’ অনুসরণের অভিযোগ উঠেছে। পরমাণু ইস্যুতে এ অভিযোগটি করেছে উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সম্প্রতি করা মন্তব্যে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বৈরী নীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে জো বাইডেন উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পকে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পরিকল্পনা করছেন- উত্তর কোরিয়ার ব্যাপারে ‘ক্যালিব্রাটেড’ পদ্ধতি ব্যবহার করবেন।