স্বদেশ ডেস্ক:
রাজধানী থেকে নিখোঁজের একদিন পর সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলের খোঁজ মিলেছে। গতকাল শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
চিকিৎসকরা জানান, তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অচেতন করে রাখা হয়। সিয়াম নেপালের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে সিয়াম নিখোঁজ ছিলেন জানিয়ে শুক্রবার স্ত্রী শারমিন সুলতানা তেজগাঁও থানায় জিডি করেন।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সিয়ামের পরিবারের মাধ্যমে উদ্ধারের খবর জানতে পেরেছেন।তবে কীভাবে আহত হয়েছেন তার জানতে পারেননি।