বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজাবাসীকে ‘জোরপূর্বক বাস্তুচ্যুত না করা’ নিশ্চিত করার আহ্বান মিসরের প্রেসিডেন্টের সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা : মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দিল্লিতে তাপমাত্রা ৫৩ ছুঁইছুঁই, একজনের মৃত্যু গোপনে দ্বিতীয় বিয়ে করলেন ফারুকী মিয়ানমারে যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের বাধ্য করছে সেনাবাহিনী মেট্রোরেলে শিডিউল বিপর্যয়, অফিসগামী যাত্রীদের ভোগান্তি আজ সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি বিএনপি নেতা ইশরাকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী
টয়লেট ভাঙতে বাধা দেওয়ায় বড়ভাইকে কুপিয়ে হত্যা

টয়লেট ভাঙতে বাধা দেওয়ায় বড়ভাইকে কুপিয়ে হত্যা

স্বদেশ ডেস্ক:

নাটোরের গুরুদাসপুর উপজেলায় টয়লেট ভাঙতে বাধা দেওয়ায় বড়ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোটভাই।

মঙ্গলবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত বড়ভাইয়ের নাম আব্দুল খালেক (৫৫)।  তিনি উপজেলার পুরুলিয়া গ্রামের মরহুম রওশন আলীর ছেলে।
পুরুলিয়া গ্রামের মরহুম রওশন আলীর দুই ছেলে আব্দুল খালেক (৫৫) ও আব্দুল মালেক (৫০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড়ভাই খালেকের একটি টয়লেট আব্দুর রাজ্জাকের ঘরের পাশে রয়েছে।  আব্দুর রাজ্জাকের ঘরে ওই টয়লেটের গন্ধ লাগে।  বারবার ওই টয়লেট অন্যত্র সরানোর জন্য বড়ভাই আব্দুল খালেককে বললে তিনি তা কর্ণপাত করেন না।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টয়লেটের গন্ধ সহ্য করতে না পেরে ছোটভাই মালেক ও তার ছেলে রাজ্জাক টয়লেটটা ভাঙতে শুরু করে।

বড়ভাই টয়লেট ভাঙতে বাধা দেয়। ওই সময় ছোটভাই আব্দুল মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া ও বঁটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার নাড়িভুড়ি বের করে ফেলে।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বড়ভাই আব্দুল খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877