স্বদেশ ডেস্ক:
বিয়ে মানেই সেখানে একজন বর ও আরেকজন কনে থাকে। কিন্তু এবার এক তরুণী নিজেই নিজেকে বিয়ে করে আলোচনায় এসেছেন। তাও আবার জমকালো অনুষ্ঠান করে। নিজেকে বিয়েতে ওই তরুণী প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। এমনকি বিয়ের পর প্রথা মেনে আয়নাতেই নিজেকে চুমু খান তিনি।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। মেগ টেইলর মরিসন নামে ওই তরুণী আসলে হ্যালোইনের দিনই প্রেমিককে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এ ঘটনায় ভেঙে পড়লেও বিয়ের পরিকল্পনা বদলাননি মেগ। অনেক পরিকল্পনা করে ঠিক করেন কোনো বর নয়, নিজেকেই বিয়ে করবেন তিনি।
এর পরই ৩৫ বছর বয়সী মেগ নিজের জন্য একটি কেক অর্ডার করেন। কেনেন একটি হীরার আংটিও। যদিও মেগের এ পরিকল্পনায় তার পরিবারের এবং বন্ধুরা প্রথমে সায় দেননি। তবে মেগের ইচ্ছার কারণে পরে তারা আর আপত্তি করেননি। এর পর নিজেই নিজেকে আংটি পরান এবং আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে মেগের বিয়ের এ খবরটি।