সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

চসিক মেয়র রেজাউল-সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে ডা. শাহাদাতের মামলা

চসিক মেয়র রেজাউল-সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে ডা. শাহাদাতের মামলা

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলা করেন মেয়র পদে বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ (নির্বাচনী ট্রাইব্যুনালের ) খায়রুল আমিনের আদালতে বুধবার বেলা সাড়ে ১১ টায় এ মামলা করেন তিনি।

এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন মামলার বাদী মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

মামলায় চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়া আরও পাঁচ মেয়রপ্রার্থীকেও বিবাদী করা হয়েছে। নির্বাচন বাতিল করে পুননির্বাচন দাবি করা হয়েছে আরজিতে।

প্রসঙ্গত গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা রেজাউল করিম বিপুল ভোটে জয়ী হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877