স্বদেশ ডেস্ক: আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া আদালতে জবানবন্দি দিয়েছেন সন্দেহভাজন গ্রেফতার রাফিউল ইসলাম রাব্বি। পাঁচ দিনের রিমান্ড শেষে দুই জনকে ১০ জুলাই বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় রাফিউল ইসলাম রাব্বি ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দেয়। বিচারক গাজী সিরাজুল ইসলাম পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ও আসামি টিকটক হৃদয়কে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমাযুন কবির। রিফাত শরীফ হত্যা মামলা এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাত জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ৪ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।