শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

স্বদেশ ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ফজলুর রহমান (৭০) নামক একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার বাসিন্দা। এ ছাড়া, একই জেলার শেরপুর উপজেলার শ্রী বিমল (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আব্দুল হান্নান (৬০) নামক ব্যাক্তির পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া থকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌছালে সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১২ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আহতদের চিকিৎসা চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877