স্বদেশ ডেস্ক: বিভিন্ন বাংলা গ্রন্থ নিয়ে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলা লাইব্রেরি ‘বর্ণমালা বাংলা কর্ণার’ লাইব্রেরীর উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ লাইব্রেরীর যাত্রা শুরু হয়।
গতকাল রোববার দুপুর ১২ টায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই লাইব্রেরির উদ্বোধন করেন হ্যামট্রাম্যাক সিটি মেয়র কেরেন মাজেয়াস্কিস। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ণমালা বাংলা কর্ণারের প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র কেরেন মাজেয়াস্কিস বলেন, লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। তিনি এর সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
বর্ণমালা বাংলা কর্নারের প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার , ভবিষ্যতে তারা আরও বই নিয়ে আসবেন। মিশিগান অঙ্গরাজ্যে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌছে দেওয়ার কাজে নিজেকে নিযুক্ত রাখবেন।
হাওর টিভি লাইভ সম্প্রচারিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক পাবলিক লাইব্রেরির ডাইরেক্টর তামারা সোচাকা, সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসানসহ আরও অনেকে।